Reference No: NGO/23/01
Date : 04/03/2023
এতদ্বারা সকল Committee Member-দের জানানো যাচ্ছে যে, তোমরা প্রত্যেকে তোমাদের আধার কার্ডের জেরক্স, পাসপোর্ট ফটো আগামী 10/01/2023 থেকে 28/01/2023 তারিখের মধ্যে আমার কাছে জমা দেবে এবং Agreement-এ সই করে যাবে। NGO-র Registration Renew করার জন্য এই নথিগুলো প্রয়োজন। এবং যদি কেউ পদত্যাগ করতে চাও, তাহলে 05/01/2023 থেকে 09/01/2023 তারিখের মধ্যে তার পদত্যাগ পত্র ngowb@hotmail.com-এ এবং একই সাথে আমার কাছে বা Sudhabindhu Sarkar, Treasurer-এর কাছে লিখিতভাবে জমা দিতে হবে।
👇 Official Notice 👇
0 Comments:
Post a Comment